|
|
|
ডায়েরীর পাতা জুড়ে অসংখ্য অসমাপ্ত কবিতা,
আমার অসম্পূর্ণ পথচলার চিহ্ন নিয়ে
কবিতা গুলো আমার দিকে নিঃস্পলক তাকিয়ে আছে।
আমার অর্ধনগ্নতা কিংবা অশালীন ভন্ডামী...
আমি কবিতা গুলো সম্পূর্ণ করি না-
আমি আমার অসমাপ্ত সৃষ্টি নিয়ে খেলা করি।
অস্পষ্ট-অপুষ্ট অনুভূতি গুলো গোটা গোটা অক্ষরে
চকচক করছে। এক লাইন-দুই লাইন খন্ড খন্ড বোধ!
প্রচন্ড কাজের চাপেও ওরা উঁকি দেয়, মনের ভেতরটা-
ডুকরে ওঠে। নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দেই।
কম্পিউটার এর স্ক্রীন হতে চোখ সরিয়ে আবার
কলম হাতে নিই, আলতো করে ডায়েরীর পাতায়
পরম মমতায় চোখ বুলায়...
আবার প্রিয় পংক্তিমালা নিয়ে মেতে থাকি...
আমার সৃষ্টি গুলো পূর্ণতা পায়।
আমি আমার অসমাপ্ত কবিতা গুলো পুনঃপ্রসব করি ।।
...........................................................................
উৎসর্গঃ মিতু আপুকে............... পাগল একটা।
মানচুমাহারা
১৪.০৯.০৭ |
|
|
|
|
|
|