আমার উচ্ছন্ন ভাবনার ভাগ কাউকে দেবো না,
কোন অংশীদার রাখবো না,কেঁড়ে নিতে দেবো না।।
সব টুকু পথ একা হেঁটে যাব সকল বিভ্রান্তির মায়াজাল ছিঁড়ে....
ধূসর মেঘ,ঝলমলে রোদ্দুর কিংবা রাতের আকাশের গায়ে-
লিখে রেখে যাব আমার পথ চলার গল্পগুলো।
হয়তো অন্তরজালে ঘুরে বেড়াবো ফুরফুরে মেজাজে
আর কোন পছন্দের ফোরাম কিংবা ব্লগ সাইটে লিখে যাব-
মানচুমাহারার পথ চলা-১,২,৩....পথে পথে মানচুমাহারা।।
কেউ স্বপ্নচারী,কেউ স্বপ্নবাজ,আমি হয়তো স্বপ্নভূক....
কারো স্বপ্ন ভেংগে যায় মাঝ পথে....।।
চাইনা বিষন্ন মেঘলা বিকেল,প্রখর সূর্যাগ্নি দুপুর কিংবা বৃষ্টিস্নাত সকাল।।
জনস্রোত ঠেলে হেঁটে যাব একা একা....
হারিয়ে যাওয়া মানুষের সাথে পথে হবে দেখা....
বিভ্রান্তির মায়াজাল ছিঁড়ে হেঁটে চলে যাব একা একা....।। ।।
উৎসর্গঃ বিভ্রান্ত বালক লীনটুশকে
...............................................
মানচুমাহারা
২৩ শে জুন,২০০৭ |
|
|
|