|
|
|
মু হা হা
বন্ধু আমার মতো ছটফটানি কি তোর হয় না?
বুকে হাত দিয়ে বল, সত্যি করে বল,
ভয়ংকর অস্থিরতা কি তোকে ছিন্নভিন্ন করে না ?
প্রিয় কোন গান শুনে কি মনে হয়না এটা তোরই গাওয়া কিংবা
হ্যাঁ ...গানের এই কথাগুলোইতো আমি...
আমি অনেক দিন ধরে লিখতে চেয়ে পারিনি।।
বন্ধু আরোও একটু ভেবে বল, বুকে হাত দিয়ে বল
সব দ্বিধার বাধা ভেঙে চুরে কি হারিয়ে যেতে ইচ্ছা করে না তোর কিংবা
নিশাচরের মতো সারা রাত জেগে জানালা দিয়ে...
ভোরের সূর্য ছুঁয়ে দেখার সাধ কি তো মনে জাগে না?
বুকে হাত দিয়ে বল, সত্যি করে বল,
প্রসব বেদনায় কি প্রতিদিন ছটফট করিস না??
প্রতিদিন মৃত্যুকে মাটি দিয়ে নতুন জীবনের সূচনায় আত্মমগ্ন...
কি নিজেকে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে...হা হা হা।। মু হা হা।।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ |
|
|
|
|
|
|