মানচুকাব্য
   
 
  স্থির অস্থির গাংচিল

    স্থির অস্থির গাংচিল

 

 

সময়ের দীর্ঘপথে আমি স্থির পথিক

আমার দুরন্ত মন ছোট্ট একটা সময়ের বন্ধী।

উলঙ্গ আমি ভবঘুড়ে সারাদিন-প্রতিদিন

ছুটে চলি একই পথে-একই  বৃত্তের পরিধিতে।।

স্বপ্ন ছবি মনের রঙে রঙ্গীন করি -আমি এক স্বপ্ন পথিক।

ছায়াঘুমে জড়িয়ে পড়ে বহেম-আমি ছায়া পথ-

                  ধরে হেঁটে যাই-ছায়া পথিক।।

রংধনুর মায়ায় থেমে যায় আমার অস্থির পথ চলা

ঝোলার ঈশ্বর বাক্স-বন্ধী,আদরের হাসি উদ্বায়ী-

একটু একটু করে ব্যাসার্ধ বাড়ে আমার বৃত্তের ।।

ছোট ছোট নুড়ি করে ধুলার মন চুরি

            উড়ে যায় ধোয়াটে আকাশে

            হাড়-কাপুনি শীত নগ্ন বাতাসে।।

রুপসী সাদা-বক লুকায় হাসি-সারা গায়ে

             মেখে মায়াজাল,

চিকচিকে আলো পিঠে নিয়ে স্তব্ধ মহাকাল।।

স্থির সময়,স্থির পথিক,স্তির গাংচিল ডানা মেলে

            স্থির অস্থির বাতাসে।।

 

   

 
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free