আজ আমি ও নষ্টদের দলে
..............................
প্রতিদিন ধর্ষণ করে চলেছি আমার বিবেক কে !
আমার প্রভুদের কথায় আমি উঠি বসি,
আজ আমি ও নষ্টদের দলে।
আমি অসুরের মতো বোমা মারি,
আমি জীবন্ত মানুষের লাশ নিয়ে খেলা করি,
আমার প্রভুরা আমাকে বাহবা দেয়,
আমার নামের আগে যোগ হয় 'কসাই' শব্দটা।
আমি অন্ধকার জগতে অধিষ্ঠিত হই এবং
অন্ধকারকে প্রতিষ্ঠিত করতে যেহাদ করি।
আজ আমি ও নষ্টদের দলে।
আজ আমি সমাজ থেকে বিছিন্ন,
মানুষ আমাকে থুতু দেয়,
আর আমি নতুন উদ্যমে পাপ করি।
আমি অন্ধকারকে আমার পথ হিসাবে আকঁড়ে থাকি।
আজ আমি ও নষ্টদের দলে।
হঠাৎ ঘুম ভেংগে জেগে উঠি,
দুঃস্বপ্নের জন্য কষ্ট পাই,অনুতপ্ত হই।
কিন্তু আমার শরীর অবশ,
আমাকে আমার প্রভুরা সম্মোহিত করে রাখে।
আমার প্রভুরা আমাকে ছুড়ে ফেলে দেয়।
আজ আমি ও নষ্টদের দলে |