মানচুকাব্য
   
 
  খন্ডিত সত্ত্বা

               খন্ডিত সত্ত্বা

আমি প্রতিনিয়ত খন্ডিত হই,

খন্ডিত অংশ গুলো আবার খন্ডিত হয় , তারাও আবার খন্ডিত হয়

প্রতিটি খন্ড আমার সত্ত্বাকে বয়ে নিয়ে যায়

ওরা আমার চিন্তা বহন করে, আমার ভাবনা গুলোকে ধারন করে

প্রতিটি খন্ড আমার না মেলানো প্রশ্ন নিয়ে আপনাদের দুয়ারে যায়,

কিছু কিছু আমি আমার কাছে ফিরে আসে !

আমি আমার চিন্তা গুলোকে ফিরে পাই,

         ওরা আমাকে আশাবাদী করে তুলে,

         আমার আত্মবিশ্বাস দৃঢ় হয়,

কিন্তু কিছু কিছু কালের গর্ভে হারিয়ে যায়!

অনন্ত অসীমের তৃষ্ণা ওরা ছুটে বেড়ায়,

না পাওয়া প্রশ্নোত্তরের আশায় ওরা ভবঘুরে,

ওরা ভবঘুরে ঈশ্বরের  পেছনে ঘুরে বেড়ায়,

আমার ভাবনা চুরি করে ওরা ফেরি করে !!

আমি ওদের আমার ভাবনা গুলোকে ফিরিয়ে দিতে বলি,

ওরা দেয় না,

ওরা ফিরে আসে না,

ওদের ধরতেই ছুটে চলেছে মানচুমাহারা 

 

 
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free