মানচুকাব্য
   
 
  বন্ধু

বন্ধু

..................................................................

উঁচু উঁচু বাড়ীগুলো ছুঁয়েছে আকাশ ,

বন্ধু তুমি কি ছঁয়েছো কখনও ?

আকাঁবাকাঁ রাস্তা সীমাহীন পথে ছুটে চলে অসীমে

বন্ধু তুমি কি দাড়িয়ে এখনও ?

 

এক বুক নিঃশ্বাস টেনে নিয়ে চিনে নাও নিজেকে,”আমি অন্য”

বন্ধু খুঁজে দেখেছো কি কত মায়াময় এই সবুজের অরন্য ।।

 

বৃষ্টি এলেই ছাতা মেলে ধরো,ভিজে দেখেছো কি কখনও ?

যদি সংশয় থাকে নেমে এসো পথে,পরম মমতা মেখে নিও।

বন্ধু তোমার তুমিকে কতটুকুই চেনো ?আমাকে চিনবে কিভাবে ?

আমি যে আমার মাঝে হারিয়ে যাই,

বন্ধুর পথে বন্ধুকে খুঁজে ফিরে।।

 

বন্ধু রাতের আকাশে পাখা মেলে ধরো,রাতকে চেয়েছো কি কখনও ?

ঘুম এলেই চোখ বুজে ফেলো,রাত্রি জেগে থাকে একাকী...।।

 

 

বন্ধু শহুরে কালো ধোঁয়ায় যদি হৃদস্পন্দন থেমে যায়,

হয়ে যাও নিঃসাড়...নিঃস্তব্ধ......বেদনাক্লান্ত,

আমায় দিও ডাক,আমি এনে দেবো অক্সিজেন আর সবুজের ভান্ডার,।।

....................................................................................

মানচুমাহারা

১৬.০৮.০৬(সময়কালঃমারামারি করে বুয়েট বন্ধ হয়ে যাবার পর এক মাস কোন কাজ নাই । তাই  ঢাকার রাস্তাঘাট ভবঘুরের মতো চষে বেড়াচ্ছি...)

 

 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free