মানচুকাব্য
   
 
  পথিক-১

পথিক

……………………………..

পথ একা না পথিক একা আমি জানি না।।

এক পুরানো দিনে,পথিক..

দাঁড়িয়ে ছিলো খোলা আকাশের নীচে

প্রার্থনা করেছিলো বৃষ্টির জন্য।।

আকাশ মেতেছিলো লুকোচুরি খেলায়-

এক ফোঁটা বৃষ্টিও দেয়নি পথিককে,উপরন্তু...

মাথার উপর এনেদিলো গনগনে সূর্য।।

ধুলিমাখা পথে পথিকের স্মৃতিচিহ্ন

সময়ের স্রোত ছুঁতে চায় বার বার।

জনাকীর্ণ এক সকালে পথকে একা ফেলে

একদিন অদৃশ্য হবে পথিক।।

পথ একা না পথিক একা আমি জানি না।।

আমি আজন্ম ভবঘুরে

মৃত্যুহীন পথিক,

একদিন তুইও এই পথে আসবি ,কিন্তু

সেইদিন পথিক থাকবে না।।

পথ একা না পথিক একা আমি জানি না।।

একদিন পথ থেকে মুছে যাবে পথিক

হারিয়ে যাবে সব স্মৃতি-চিহ্ন,

ভুলে যেও এই চেনা-অচেনা পথিককে

এই আমি হয়তো তোমাদের থেকে ভিন্ন।।

ধীরে ধীরে ভুলে যাবে পথিক চেনা পথটির ঠিকানা

নীরব নিথর নিঃস্তেজ হয়ে নীল আকাশে মেলবে ডানা।

কল্পনা-স্মৃতি কিংবা বিস্মৃতি ঘুরপাক খাবে একই বৃত্তের কেন্দ্র...।।

বৃত্তের পরিধিকে হার মানাবে পথিক নিয়ে চাপা অভিমান

দীর্ধ পথ হাঁটার ক্লান্তিতে পথিকের হবে চির অবসান।।

পথ একা না পথিক একা আমি জানি না।।

 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free