মনের রাজ্যে ভবঘুরে আজন্ম উচ্ছন্ন আমি
ফেরি করি নিঃসর্গ আত্ম চিৎকার।
প্রজাহীন, রানীহীন রাজ্যে একলা পথিক আমি
প্রতিদিন জন্মদিই অসংখ্য মিথ্যা ভালোবাসার।
নেহাত নির্লজ্জ আমি নিরুপায় হয়ে পথশিশুর হাতে-
তুলে দিই অর্ধেক খাওয়া উলঙ্গ আইসক্রিম,হায়রে পথিক!
প্রায় অকেজো হয়ে যাওয়া আমার মুঠোফোন বেজে চলে,
আমি ধরি না, না জানার ভান করে বসে থাকি,এক সাধারন অভিনেতা আমি,মু হা হা।
নাগরিক পথিক আমি চারিপাশের অসংখ্য অসংগতি দেখে কষ্ট পায়,আনমনে গালি দিই,কাকে ?
আমি জানি না, আমি জানি না, আমি জানি না।
আমি সত্যিই জানি না...।।
|
|
|
|