মানচুকাব্য
   
 
  বাঁশি

বাঁশি

…………………………………………

চাইলেই বাঁশি বাজানো যায় না,

যায় কি ?

বাঁশির ও নিজস্ব একটা সত্ত্বা আছে,

বাঁশিও অভিমান করতে জানে,

তার ও ইচ্ছা করে ছুটে বেড়াতে......আপন খেয়ালে।।

 

বাঁশিতো রোবট না যে অবিরাম যন্ত্রের মতো বাজতে থাকবে !!

কিন্তু আমি নিষ্ঠুর আমি তার ইচ্ছাকে পাত্তা দেই না

আমি অনবরত তাকে বাজতে বাধ্য করি,

আমি তার সত্ত্বাকে আঘাত করি,অপমান করি,

          দুমড়ে-মুচড়ে তাকে পদদলিত করি ।।

আমার সুরে বেজে বেজে সে ক্লান্ত

আমি তার ক্লান্তিকে উপহাস করি।।

আমি তাকে নান রং এ নানান সুরে বাজাতে থাকি...

সে আমার দাসত্ব মেনে নেয়

আমি আমার প্রভুত্ব বজায় রাখি,

আমি আমার পশুত্ব বজায়  রাখি।।

প্রিয় বাঁশি,

 আমাকে ক্ষমা কর,আমি নিরুপায়।।

আমি যে তোমাতে প্রেম করি।।

................................................

মানচুমাহারা

12.08.06

 

 

 
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free