চোখ
...................................................................
আমি অবাক দৃষ্টিতে চেয়ে থাকি তোমাদের চোখের দিকে
কতো জানা অজানা ভাষায় কথা কয় চোখগুলো...
কিছু চোখ চেয়ে থাকে অপলক,
কিংবা নির্বাক চোখ পথ চেয়ে থেকে ক্লান্ত অসাড়...।।
হাসি চোখ,ইশারা চোখ,প্রেম চোখ...ফাঁকি চোখ,
স্বপ্ন চোখের সন্ধানে ছুটে যাই আমি দিকবিদিক।।
এক জোড়া চোখ আমার,স্রষ্টার সবচেয়ে বড় আশীর্বাদে আমি ধন্য।।
দেখতে পারি মায়ের প্রিয় মুখখানি ,অদৃশ্য এক ভালোলাগা মন ছুঁয়ে যায়।।
প্রিয়ার লাজুক চোখে তাকিয়ে খুন হয় কেউ কেউ।
ভালোবাসা চোখ ছুঁয়ে যায় বারে বার...
রক্তচোখ,রাগিচোখ কেড়ে নেয় সব সিন্ধতা,কিংবা
ক্ষণিকের তরে নীরবতা ভাঙে নর্তকীর চপল চাহনি।
দু’চোখে আমি বিশ্বদেখি,দেখি আমার অপার সৌন্দর্যের বাংলাদেশ।
ক্ষুধার্ত চোখে তাকিয়ে থাকা পথশিশু কিংবা সিনেমা,ছবি,পোস্টারে দেখা
মুক্তিযোদ্ধার আত্মবিশ্বাসী চোখ তোমায় শিহরিত করে না ?
হঠাত দূর্ঘটনায় ছেলে হারানো মায়ের অশ্রুসিক্ত চোখ কিংবা
স্বামীহারা বোনের নীরব চোখে –নিভৃতে কাঁদে কিছু ব্যথাতুর চোখ।
আমার ভরা যৌবনের স্বাক্ষী হয়ে দুষ্টু চোখ তাকিয়ে থাকে –
নারী বক্ষ পানে কিংবা নারীকে কল্পনায় নিয়ে আসে আমার ঘুম চোখ।।
আমার এই দু’চোখ দান করে যাব চক্ষুহীন কোন একজনকে...
স্রষ্টার অপার আশীর্বাদ যাদের দু’চোখে ছোঁয়া পায়নি এখনও।।
……………………………………………………………….
মানচুমাহারা
২৪,০৫,২০০৭ |