মানচুকাব্য
   
 
  মায়াজাল

                     মায়াজাল

।...।।...।।...।।...।।...।।...।।...।।...।।...।।

 

 

হয়তো ফুৎকারে উড়ে যাবে এই দুঃখের দিনগুলি

মুছে যাবে আমার দুঃখ বিলাসিতার চিহ্ন

লাশের উপর জন্ম নেবে আরও একটি জীবন্ত লাশ ।।

নিশ্চিহ্ন হবে আমি আর আমার কষ্টগুলোর আজন্ম বসবাস ।।

 

সিঁদুরে মেঘের নীচে নৃত্যরত এই আমাকে

বিধৌত করবে বাদলের ধারা...

আমার ভালোবাসা তোমার অক্ষমতাকেও

ছাড়িয়ে যাবে।অসীমশূন্যতা হবে ছন্নছাড়া।।

 

একদিন তোমাকে জন্ম দেওয়ার প্রসব বেদনায়

আমার দু’চোখ দিয়ে গড়িয়ে পড়বে আনন্দাশ্রু।।

অসীমশুন্যতা থেকে আমি আরও জন্ম দেবো

একটা ক্ষুধার্ত শকুন আর নীল আকাশের ডানা মেলা

                                            গাংচিল।।

হয়তো একদিন ক্ষমা পেয়ে যাবে সব আর্তনাদ ।।

একাকার হয়ে যাবে সব শিশুচোখ,ঘুমচোখ,জ্ঞানী

                                কিংবা আমি নির্বোধ।।

 

ঘৃনাগুলো পূর্ণআভ্যন্তরীণ প্রতিফলিত হবে,মায়াজলে

                                    আটকে যাবো আমি।।

আমি আমার মাঝে প্রসব করতে থাকবো অজস্র মানচুমাহারা ।।

                               -^-

                         12.04.2007

 

 

 

 

 

 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free